পাবনা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৬ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এতে পাবনায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে বলে ধারণা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. রঞ্জনকুমার দত্ত জানান, এখন পর্যন্ত পাবনা জেনারেল হাসপাতালে ৪৮৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল। এরমধ্যে ৪৬৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। একজন রোগী মারা গেছেন।
তিনি আরও জানান, ডেঙ্গুর ব্যাপারে মানুষ আগের তুলনায় অনেক বেশি সচেতন। তাই মানুষের সচেতনতা আর চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠছে।
ব্রেকিংনিউজ/এসএসআর