নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নিজের ট্রলির চাকায় পিষ্ট হয়ে সম্রাট (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার তিলোকপুর এলাকায় লক্ষীপুর ব্রীজের কাছে এই ঘটনা ঘটে।
নিহত সম্রাট উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আহসান হোসেনের ছেলে। তিনি পাওয়ার টিলার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ জানায়, রবিবার বেলা ১২টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের তিলোকপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি উল্টে যায়। এ সময় পাওয়ার ট্রলির চাকায় পিষ্ট হয়ে চালক সম্রাট আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনোয়ারুজ্জামান জানান, নিয়ন্ত্রন হারিয়ে চালক নিজের ট্রলির নিচে পড়ে নিহত হয়েছে। তাই এ ব্যাপারে কারও কোনো অভিযোগ নেই।
ব্রেকিংনিউজ/এম