জেএসসি পরীক্ষার্থী ময়না দেবনাথের মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে সহপাঠীসহ স্থানীয়রা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে নিহত শিক্ষার্থীর মা, বাবা ও বোন ছাড়াও আশপাশের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবক, জনপ্রতিনিধিসহ সুধীজনেরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলী, গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি তরিকুল ইসলাম, অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় প্রমুখ।
ময়না দেবনাথের মা মিনতি দেবনাথ বলেন, জেএসসি পরীক্ষা শুরুর আগের দিন সন্ধ্যায় হাত মুখ ধোয়ার জন্য বের হলে তখন থেকে নিখোঁজ হয় সে। অনেক খোজাঁখুজি করেও তার সন্ধ্যান পাওয়া যায়নি। পরদিন সকালে পার্শ্ববর্তী ইটভাটার একটি পুকুর থেকে তার মৃতদেহ পাওয়া যায়।
ব্রেকিংনিউজ/এমজি