সুনামগঞ্জে টিসিবির উদ্যোগে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ দেয়া শুরু হয়েছে। তবে ডিলারদের কাছে পর্যাপ্ত পেঁয়াজ না থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে অনেক ভোক্তাকে।
জানা যায়, প্রতি উপজেলায় সাধারণ মানুষের পেঁয়াজ সংকট সমাধানে টিসিবি’র ডিলারদের মাধ্যমে প্রতিদিন ১টন পেঁয়াজ ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। গতকাল রবিবার (১ ডিসেম্বর) জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে সরেজমিনে দেখা যায়, টিসিবি’র ডিলার ধনেশ বাবু’র ম্যানেজার খোলামাঠে পেঁয়াজ বিক্রি করছেন।
এ সময় ভোক্তার সংখ্যা বেশি হওয়ায় অনেকেই খালি হাতে ফিরছেন। টিসিবির ডিলারগণ জেলার দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় সরকার নির্ধারিত মুল্যে পেঁয়াজ বিক্রি করছেন।
রাণীগঞ্জ বাজারের সুমন সাহা বলেন, টিসিবি পেঁয়াজ বিক্রি করছে কিন্তু সবাই কিনতে পারছেন না। বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো প্রয়োজন।
এদিকে ডিলার সুহেল আহমদ বলেন, সবাইকে পেঁয়াজ দিতে পারছেন না তারা। প্রতিদিন ১ হাজার মানুষকে মাত্র এক কেজি করে পেঁয়াজ দিতে পারছেন তারা।
ব্রেকিংনিউজ/এম