ঢাকার সঙ্গে রংপুরেও প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ঈদ ঘনিয়ে আসার সাথে ডেঙ্গু রোগীর সংখ্যাও বেড়েই চলছে। ফলে ঈদের ডেঙ্গু আতঙ্কে রয়েছেন রংপুরের সবাই।
গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৪ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি রয়েছেন ১১১ জন রোগী।
শনিবার (১০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম শাহাদুজ্জামান।
তিনি বলেন, ১৯ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ২৮০ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬৯ জন। এর মধ্যে গত মঙ্গলবার এ রোগে আক্রান্ত হয়ে তিশা আক্তার ও রিয়ানা আকতার নামে দুই শিশু মারা গেছে।
এদিকে ঈদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভর্তি সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য করেন তিনি।
এজন্য প্রাথমিক প্রস্তুতিও রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। একইসঙ্গে নগরীর বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে তিন শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদানও প্রস্তুত হয়েছে।
ব্রেকিংনিউজ/ এসআর/ এসএ