রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে থাকা এক বৃদ্ধের লাশের পরিচয় জানতে চায় পুলিশ। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার এসআই ইজার আলী জানান, “সড়ক দুর্ঘটনা জনিত কারণে গত ৮ নভেম্বর রংপুর মহানগরীর আরকে রোড নজরুল পাঠাগার সংলগ্ন এলাকায় আনুমানিক ৫৫ বছর বয়স্ক ওই বৃদ্ধকে অসুস্থ্য অবস্থায় স্থানীয়রা দেখতে। সেখান থেকে ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।”
তিনি আরো জানান, “শনিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় তার খোঁজ করা হয়েছিল। কিন্তু তার পরিচয় পাওয়া যায়নি। লাশ মর্গে রাখা হয়েছে।”
তার কোনো সন্ধান পেলে কোতয়ালী থানা রংপুরের ০১৭১৯-০৪৩৯৪২, ০১৭২৭২১৪৬৪০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন এই কর্মকর্তা।
ব্রেকিংনিউজ/এমজি