খুলনায় বিদ্যুৎপৃষ্টে হয়ে মো. শামছুল আলম (৪৫) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) ফুলবাড়ীগেট মানিকতলা মাইলপোষ্ট এলাকায় এ ঘটনা ঘটে। সে মীরেরডাঙ্গা ফিডারের সাবষ্টেশনের লাইনম্যানদের সহযোগি হিসেবে বিদ্যুৎ লাইনের কাজ করতো।
নিহতের স্বজনেরা জানান, শামছুল আলম ফুলবাড়ীগেট বাজার ফিডারের আওতায় বিদ্যুৎ লাইনের কাজ করতেন। প্রতিদিনের মতো সে বিদ্যুতের লাইনের কাজ করতে বাসা থেকে বের হয়ে যায়। পরে খবর আসে তিনি বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে মারা গেছেন।
ফুলবাড়ীগেট ফিডারের উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মিন্টু বিশ্বাস বলেন, শামছুল আলম নামের একজন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে শুনেছি। নিহত শামছুল আলম বিভাগের কোন সদস্য নয়। তিনি আমাদের লাইনম্যানদের সাথে মাঝে মধ্যে সহযোগিতা করতেন।
ব্রেকিংনিউজ/এমজি