খুলনা মেডিকেল কলেজে (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাতে খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ২৬৭টি। আর পজেটিভ রিপোর্ট এসেছে ৮৪টি। যার মধ্যে ৮০টি খুলনার। এছাড়াও বাগেরহাটের তিনজন, নড়াইল একজন রয়েছে।
খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনায় এখন পর্যন্ত দুই হাজার ৯৩৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে৷ যার মধ্যে ৬৯৯ জন করোনা জয় করে সুস্থ হয়েছেন। মারা গেছে ৪৩ জন৷
ব্রেকিংনিউজ/এমজি