খুলনার ডুমুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে জয়ন্ত দাশ নামে এক ভুয়া চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের এক অভিযানে তাকে এ জরিমানা করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, দুপুরে তার নেতৃত্বে ডুমুরিয়া ও কাঁঠালতলা বাজারে অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা না থাকায় রহিত মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০০ টাকা, তৃষ্ণা মিষ্টান্নকে দুই হাজার টাকা ও সৌরভ হোটেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা (ডাক্তার না হয়ে ডাক্তার উল্লেখ করা) করায় জননী মেডিক্যালের মালিক জয়ন্ত দাশকে ১০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় মিলন ফার্মেসিকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ব্রেকিংনিউজ/এমজি