টাঙ্গাইলের বাসাইলে মাঝি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকাডুবে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজউদ্দিন (৫০), একই গ্রামের মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার আতা মিয়ার ছেলের বউ (৩২) ও সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম (২৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে এলাকাবাসী জানিয়েছে, নৌকাটি দাঁড়িয়াপুর তেকে গিলাবাড়ীরদিকে যাচ্ছিল। গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছুলে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে নৌকাটি ডুবে যায়। পরে ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
নৌকাটিতে কতজন যাত্রী ছিল, এখনও কতজন নিখোঁজ রয়েছে তা নির্দিষ্ট করে এলাকাবাসী বলতে পারছে না।
এরইমধ্যে ঘটনাস্থলে ডুবুরি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম।
ব্রেকিংনিউজ/এমআর