সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ককটেলসহ শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১) থানা এলাকায় নাশকতার পরিকল্পনা করার সময় তাদের আটক করা হয়। উল্লাপাড়া মডেল থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন- উল্লাপাড়া উপজেলা ছাত্রশিবিরের উত্তর শাখার সাধারণ সম্পাদক মাসুদ হাসান, সদর ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, শিবিরকর্মী হাসান আলী, মনিরুল ইসলাম, রায়হান শেখ ও মনিরুল ইসলাম (২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থানা এলাকায় নাশকতা করার জন্য গতকাল বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া মহল্লার তুশি-তারেক ছাত্রাবাসে ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীরা গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠককারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ ছাত্রশিবিরের ৬ নেতাকর্মীকে আটক করে। এসময় ৬টি ককটেল, ছাত্রশিবিরের সংবিধান বই, সমর্থক ফরম জব্দ করা হয়।
এ ব্যাপারে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেছেন, ‘ঈদুল আজহার সময় থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ জনসাধারণের জানমালের ক্ষতি করতে নাশকতার পরিকল্পনা করছিল ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীরা। আটককৃতরা নাশকতার পরিকল্পনার বিষয়টি স্বীকার করেছেন।’
এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি দীপক কুমার।
ব্রেকিংনিউজ/এমআর