চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এমভি ডিজনি ফিশিং ট্রলার থেকে ২ টন জাটকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এ অভিযানে নেতৃত্ব দেন। এতে সহায়তা করেন জেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড ও এনএসআই বন্দর টিমের কর্মকর্তারা।
অভিযানে মেহেদী হাসান সবুজ (২৫) ও কামাল হোসেনকে (৪২) পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাটার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা আহরন, বিপনন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। কিন্তু যারা জাটকা আহরণ করে ইলিশের স্বাভাবিক সাইজে পরিণত হতে বাধাগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যেখানে ইলিশ মাছ ধরার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে কেন ইলিশ ধ্বংসে জাটকা নিধন করবে। ক্ষুদ্রতর স্বার্থ হাসিল করার জন্যে বৃহত্তর স্বার্থ নষ্ট করছে তারা। এ ধরণের কাজে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে পুরাতন ব্রিজঘাটে আমেনা ফিশিংয়ের (রেজিস্ট্রেশন নং- এফ-৯৩২৩) ট্রলারটি বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ মৎস্য অধিদফতর, মেরিন ফিশারিজ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রলারটি আটক করা হয়। পরে ট্রলারটির সবগুলো হিমায়িত গুদাম (মাছ রাখার খোপ) সিলগালা করে দেয়া হয়।
ব্রেকিংনিউজ/এসআই