খুলনায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় মাস্ক না পরার অপরাধে ২০ জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) নগরীর ৫, ৪ ও নং ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক অভিযানে নেতৃত্ব দেন। এছাড়া উপজেলাগুলোতেও নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) নিজ নিজ অধিক্ষেত্রে অভিযান পরিচালনা করেন।
দেবাশীষ বসাক বলেন, অভিযান চালিয়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক ২০ জনকে ১১ হাজার ৭শ' টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত রবিবার (৮ নভেম্বর) জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে সোমবার (৯ নভেম্বর) থেকে জেলা প্রশাসন অভিযানে নামে।
ব্রেকিংনিউজ/এসআই