লালমনিরহাটের বুড়িমারীতে গণপিটুনি দিয়ে আবু ইউনুস মো. সাহিদুন্নবী জুয়েলকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় ফরিদুল ইসলাম (৩৭) নামে আরও একজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে এখন পর্যন্ত রিমান্ড মঞ্জুর হলো ১৬ জনের।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে আলমলী আদালত ৩ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগম রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ফরিদুল ইসলামকে গ্রেফতার করে পরদিন বুধবার বিকেলে আদালতে হাজির করে হত্যা মামলায় তিনদিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
রিমান্ডপ্রাপ্ত ফরিদুল ইসলাম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা নাটারবাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী বলেন, বহুল আলোচিত জুয়েল হত্যায় দায়ের করা হত্যা, পুলিশের ওপর হামলা ও ইউপি ভবনে হামলার মামলায় অজ্ঞাত নামীয় আসামি ফরিদুলকে আটক করা হয়। তদন্তে এ ঘটনায় তার সম্পৃক্ততা পওয়ায় হত্যা ও পুলিশের উপর হামলার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে হত্যা মামলায় ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন করে রিমান্ড আবেদন করা হয়। রবিবার (২৯ নভেম্বর) বিজ্ঞ আদালত শুনানি শেষে ফরিদুলের তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এ নিয়ে বহুল আলোচিত এ মামলায় বিভিন্ন মেয়াদে আদালত ১৬ জনের রিমান্ড মঞ্জুর করেন।
বহুল আলোচিত জুয়েল হত্যার ঘটনায় দায়ের করার তিন মামলায় পুলিশ ৪০ জনকে গ্রেফতার করে। এর মধ্যে হত্যা মামলায় ১৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর মধ্যে মূলহোতা বুড়িমারী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন ওরফে হোসেন ডেকোরেটর এবং মসজিদের খাদেম জোবেদ আলীসহ পাঁচজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও নিশ্চিত করেন জেলা গোয়েন্দা (ডিবি) থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
ব্রেকিংনিউজ/ এমএইচ