বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে জয়পুরহাট জেলা বিএনপি। রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে জয়পুরহাট জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম-আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান, সেলিম রেজা ডিউক, আমিনুল ইসলাম বকুল, জেলা যুবদলের সহ-সভাপতি আবু রায়হান উজ্জল প্রধান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুশফিক আলম বুলু, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদুল আদনান, সহ-বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্রেকিংনিউজ/এসআই