সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের গড়িয়াডাঙ্গা ব্রিজের পশ্চিম পাশের সরকারি মজুমদারের খালের বেড়ির মাটি কেটে ট্রলিতে করে ভাটায় বিক্রি করছে ভবানীপুর এলাকার শফিকুল ইসলাম ও জুম্মান।
রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে সরেজমিনে ওই দৃশ্য দেখা যায়।
ওই সময় স্থানীয়রা জানান, বছরখানেক আগে ওই খাল খনন করে বিএডিসি। খননের পর মাটি খালের দুই ধারে দিয়ে বেড়ি তৈরি করা হয় যাতে বর্ষার সময় খালের পানি ফসলের জমিতে প্রবেশ না করে। বেশ কয়েকদিন ধরে ওই খালের বেড়ির মাটি কেটে বিক্রি করছে শফিকুল ইসলাম ও জুম্মান। ১০/১২টি ট্রলিতে করে সেই মাটি ভাটায় নিয়ে ট্রলি প্রতি বিক্রি করছেন তারা। স্থানীয়রা নিষেধ করলেও তাদের কথায় কর্ণপাত করছেন না তারা।
এ ব্যাপারে বাঁশদহা ভূমি অফিসের নায়েব শেখ আনিছুর রহমানকে জানালে তিনি বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারবো না।
সাতক্ষীরা সদর উপজেলা আসাদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্রেকিংনিউজ/এমএই