চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, শুধুমাত্র ঠিকাদারদের বকেয়া পাওনা টাকা পরিশোধ করতে গেলে কর্পোরেশন বন্ধ করে দিতে হবে।
বুধবার (২ ডিসেম্বর) নগরীর আন্দরকিল্লায় পুরনো নগরভবনের প্রশাসকের অস্থায়ী দপ্তরে নগরবাসীর সাথে গণস্বাক্ষাতকার প্রদানকালে তিনি এ কথা বলেন।
চসিক প্রশাসক বলেন, কর্পোরেশনের ১২’শ কোটি টাকা দেনার মধ্যে ঠিকাদারদের পাওনা আছে ৮’শ ৫৫ কোটি টাকা। এ ছাড়া বিদ্যুৎ বিল বকেয়া ১৭ কোটি টাকা। শুধুমাত্র ঠিকাদারদের পাওনা টাকা পরিশোধ করতে গেলে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ভেতন-ভাতা পরিশোধ করা যাবে না।
নগরীর মোট ৩০ জন অধীবাসী আজ বুধবার প্রশাসকের সাথে স্বাক্ষাত করেন। স্বাক্ষাতপ্রার্থীদের মধ্যে অধিকাংশই ছিল কর্পোরেশনের তালিকাভুক্ত ঠিকাদার। এছাড়াও মুক্তিযোদ্ধা, গৃহিনী, চসিকের অবসরে যাওয়া শিক্ষকের সন্তানরাও স্বাক্ষাতপ্রার্থী ছিলেন।
এদের মধ্যে এক মুক্তিযোদ্ধা পৌরকর প্রদানের ক্ষেত্রে ছাড়ের জন্য প্রশাসকের নিকট আবেদন করলে, তিনি নিজ বাসগৃহ ভাড়া দেয়া না হলে সেক্ষেত্রে ন্যূনতম সার্ভিস চার্জ দেয়া লাগবে বলে তাদের জানান।
এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম উপস্থিত ছিলেন।
ব্রেকিংনিউজ/এমএইচ