টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মালিরচালা গ্রামে চুরির অভিযোগে আদিবাসী এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের যুগ্ন আহবায়ক রতন চন্দ্র কোচ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সহ সভাপতি শ্রী চন্দন কোচ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের কেন্দ্রিয় কমিটির জন জেত্রা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের টাঙ্গাইল জেলা কমিটির আহবায়ক ফাতেমা বিথী, আদিবাসী নেতা অনিল চন্দ্র বর্মণ, মহানন্দ বর্মণ, রুপচান বর্মণ প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি চোর সন্দেহে আদিবাসী ওই নারীকে সন্ধ্যা ৬টা থেকে ৯ নয়টা পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে তারই প্রতিবেশী মনিরুল ভুইয়ার পরিবারের লোকজন। এ সময় তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলে পলাশের কোলে থাকা ছয় মাসের শিশু কান্নাকাটি করলেও তাকে দুধ পান করতে দেয়নি নির্যাতনকারীরা।
ব্রেকিংনিউজ/এমএইচ