ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৩ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে সদর উপজেলার ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট এলাকার মো. ইকবাল হোসেন (৩২), রংপুরের ফাইসাতলা এলাকার জাহাঙ্গীরের ছেলে মো. জাহিদ (১০), মোছা. পূরবী (৫০), দিনাজপুরের পার্বতীপুর এলাকার মো. আব্দুল্লাহ (১২), মোছা. মেরিনা (৩০), বগুড়া এলাকার মো. হাবিবুর (৪৫), দিনাজপুরের মো. মুন্নাফ (৪০), লালমনিরহাটের হাতিবান্ধা এলাকার ওবায়দুল রহমান (৩৫), গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার মোছা. সুরাইয়া আক্তার (৬), নীলফামারী মৌজাগংগা এলাকার মো. সংসের আলী (২৮), সৈয়দপুর হরিপাড়া এলাকার মো. খলিল (৪৮), বগুড়ার গাবতলির পাচগাইয়া এলাকার মোছা. তানজিলা বেগম (৩০) ও মোছা. শিউলি বেগম (৬৫)।
রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি বাস ভাতকুড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রেকিংনিউজ/এসআই