খুলনার তেরখাদা থানা ভবনের পাশে গড়ে তোলা হয়েছে শিশুপার্ক। এখানে পুলিশে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের শিশু ছাড়াও স্থানীয় শিশুরা বিনোদন উপভোগ করতে পারছে।
সরেজমিনে দেখাযায়, পার্কের মধ্যে শিশুদের জন্য দোলনা, হর্স রকিং, টেকি কল, স্লিপার রয়েছে। এছাড়া হরিণ, ঘোড়া, বাঘ, শাপলার ভাস্কর্য রয়েছে। পার্কটিতে নারকেল ও তাল গাছ লাগানো হয়েছে। পার্কের সৌন্দর্য বাড়ানোর জন্য লাগানো হয়েছে নানা প্রকারের ফুলের গাছ।
স্থানীয়রা বলেন, পার্কটি থানায় কর্মরত পুলিশ সদস্যদের সন্তান ও স্থানীয় শিশুদের মানসিক-শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে আরও বেশ কিছু রাইড থাকলে শিশুরা বেশি উৎফুল্ল হবে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, প্রায় সাত মাস আগে খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও স্থানীয় সংসদ সদস্যের অর্থায়নে পার্ক তৈরির কাজ শুরু হয়। পার্কটি নির্মাণ হওয়ার কারণে এই পার্কটিতে শিশুরা বিনোদন উপভোগ করতে পারছে।
ব্রেকিংনিউজ/এসপি