দিনাজপুরে কারাগারে মো. হেলার (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) ভোর ৬টায় দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
হেলাল জেলার বিরল উপজেলার বিষ্ণপুর গ্রামের শুকু মোহাম্মদের ছেলে। তিনি ১৫ জানুয়ারি থেকে দিনাজপুর জেলা কারাগারে আটক ছিলেন।
দিনাজপুরের জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, ভোরে ফজরের নামাজ শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর ভোর পৌনে ৬টায় এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
ব্রেকিংনিউজ/এসআই