কক্সবাজার জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের পর দীর্ঘ ১ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এর অক্লান্ত পরিশ্রমের ফলে অবশেষে আগুন নিয়ন্ত্রণে এনছে।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। হাসপাতালে অবস্থানরত অধিকাংশ রোগী হাসপাতাল থেকে বের হয়ে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অবস্থান নিয়েছে। আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত সংঘটিত হয়। হাসপাতালের চতুর্থ তলায় এখনো আগুনের ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে।
বিদ্যুৎ সার্ভিস বন্ধ থাকায় পুরো হাসপাতাল অন্ধকারে ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ জানা যায়নি।
ব্রেকিংনিউজ/এমএইচ