সিলেটে পাঁচতলা ভবনের নিচ থেকে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সুলতানা বেগম (৪০) নামের ওই মহিলা সৌদি আরব প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী।
বুধবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল ৫টার দিকে শহরতলীর মেজরটিলা সৈয়দপুর সি-ব্লকের মা ভবনে এ ঘটনা ঘটে। তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করছেন পরিবারের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
তিনি বলেন, নিহতের পরিবারের সদস্যরা থানায় খবরটি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আত্মহত্যা দাবি করে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে অনুরোধ করছেন পরিবারের সদস্যরা। আমরা বিষয়টি তদন্ত করছি।
ব্রেকিংনিউজ/নিহে