আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খুলনা মহানগরীর দৌলতপুরে শিশু অঙ্কিতা দে ছোঁয়া-কে ধর্ষন ও হত্যার প্রতিবাদে খুলনায় মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ মার্চ) সন্ধ্যায় দৌলতপুর শহীদ মিনার থেকে আগুয়ান-৭১ এর উদ্যোগে এই প্রতিবাদী মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আগুয়ান-৭১ এর কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও খুলনা জেলা আগুয়ান-৭১ এর সভাপতি আবিদ শান্ত-এর সঞ্চলনায় বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি শাহীন জামাল পন, নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, আগুয়ান-৭১ এর নারী বিষয়ক সম্পাদক রৌফুন শাম্মী, অর্থ সম্পাদক সাদমান তুষার, সদস্য মুশফিক আজাদ, সালেহ আহমেদ, এনামুল কবির, ইমরান হোসেন, সামিউল সোহান, আলমগীর প্রমুখ।
এসময় বক্তারা জানান, স্বাধীনতার ৫০ বছরে এসেও ধর্ষকের বিচারের জন্য রাস্তায় মশাল মিছিল করা, স্বাধীন দেশের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। নারী নিরাপত্তা নিশ্চিত করণ ও শিশু অংকিতাসহ সকল ধর্ষণের দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার করতে হবে এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ছোয়া’র ধর্ষক ও হত্যাকারীর ডিএনএ পরীক্ষা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ডিএনএ পরীক্ষা স্বচ্চতার সাথে করে হত্যাকারী ধর্ষক রুদ্র’র বিচার নিশ্চিত করতে হবে।
ব্রেকিংনিউজ/নিহে