দেশের প্রথম ব্যক্তি হিসেবে করোনা ভ্যাকসিন নিতে চান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে ভারত থেকে উপহার হিসেবে আসা টিকা সবার আগে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকালে অনলাইনে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী এই ইচ্ছা পোষণ করেন।
আপনি কী ভ্যাকসিন নেবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই নেবো। আমিই সবার আগে নেবো। আমার ভ্যাকসিন নেয়া প্রয়োজন। দেখতেই তো পাচ্ছেন বয়স হয়ে গেছে। আপনাদের (সাংবাদিক) লাগবে না। আমি বয়স্ক, আমারই লাগবে।
মুস্তফা কামাল আরও বলেন, ভ্যাকসিন আসাটা ভালো। আমাদের অনেকেরই বয়স বেশি। ভ্যাকসিন সবার প্রয়োজন। ভ্যাকসিন নিলে আমরা আরও ভালো অনুভব করব। কাজ করতে সুবিধা হবে। দেশের অর্থনীতি এগিয়ে নিতে আবাদের প্রচেষ্টা আরও সহজ হবে।
এদিকে, বৈঠকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ১ হাজার ২৭১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ৩ কোটি ডোজ টিকা আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
ব্রেকিংনিউজ/বিবি/এমএইচ