দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন বাংলাদেশ (এইচএসবিসি) এর ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে ই-কমার্স সেবা নিতে পারবেন গ্রাহকরা।
ভার্চুয়াল পেমেন্ট, আন্তর্জাতিক ও স্থানীয় সাইটে মোবাইল ওয়ালেট টপআপ সুবিধাসহ গ্রাহকদের জন্য ৫০ দিন রিওয়ার্ড ক্যাম্পেইনেরও ঘোষণা দিয়েছে এইচএসবিসি। এর ফলে গ্রাহকরা কার্ড ব্যাবহার করে পাবেন ক্যাশব্যাক সুবিধা। সর্বোচ্চ কার্ড ব্যবহারকারী পাবেন স্মার্টওয়াচ ও ক্যাম্পেইন পার্টনারদের পক্ষ থেকে নানা মূল্যছাড়।
এইচএসবিসি বাংলাদেশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মঙ্গলবার (২৬ জানুয়ারি) এক ওয়েবিনারে এ ঘোষণা দেয়া হয়।
ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনলাইনে যুক্ত হন। এছাড়া এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী মাহবুবউর রহমান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, ভিসার সিনিয়র ডিরেক্টর সৈম্য বসু, এইচএসবিসি বাংলাদেশের হেড অফ ওয়েল্থ অ্যান্ড পার্সোনাল ব্যাংকিং আহমেদ সাইফুল ইসলাম প্রমুখ ওয়েবিনারে যুক্ত ছিলেন।
ব্রেকিংনিউজ/বিবি/এসআই