জাতীয় দল স্পেনের জার্সিতে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং চোটে পড়েছেন ডিফেন্ডার সার্জিও রামোস। তবে ক্ষতিটা যা হবার হয়েছে রিয়াল মাদ্রিদের। ক্লাবটির সামনে ব্যস্ত সূচিতে রয়েছে ভিয়ারিয়াল, ইন্টার মিলান, আলাভেস, শাখতার, সেভিয়া, বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখ ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ। সেখানের প্রথম তিন ম্যাচে মাদ্রিদের ক্লাবটিকে খেলতে হবে নিয়মিত অধিনায়ককে ছাড়াই।
পরিসংখ্যানও রামোসহীন রিয়াল মাদ্রিদের দুর্দশার প্রমাণ দিচ্ছে। চ্যাম্পিয়নস লিগে রামোসকে বাইরে রেখে রিয়ালের খেলা সর্বশেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই হার দেখতে হয়েছে। যার মধ্যে রয়েছে ২০১৮-১৯ মৌসুমে ঘরের মাঠে আয়াক্সের বিপক্ষে ৪-১ গোলের হার, গত মৌসুমে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলের হার এবং এবারের মৌসুমে শাখতারের বিপক্ষে ৩-২ গোলের হার। তাই স্বভাবতই চিন্তা বাড়লো মাদ্রিদের ক্লাবটির।
উয়েফা নেশনস লিগে জার্মানির বিপক্ষে পরা চোটে রামোস খেলতে পারবেন না ভিয়ারিয়াল, ইন্টার মিলান ও দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচ। ১০ থেকে ১৪ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে। লস ব্লাঙ্কোস অধিনায়ক চেষ্টা করবেন শাখতার দনেৎস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে সুস্থ হয়ে ওঠার। তবে ১ ডিসেম্বরের ওই ম্যাচ খেলা নিয়েও রয়েছে বিস্তর শঙ্কা।
গত মঙ্গলবার জার্মানিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। সেভিয়ার মাঠে ৪০ মিনিটের সময় খুঁড়িয়ে চলতে দেখা যায় রামোসকে। লং পাস দেওয়ার সময় তিনি ডান ঊরুর পেছনের দিকে ব্যথা অনুভব করেন। পরে স্প্যানিশ ডিফেন্ডারকে কোচ লুই এনরিকে তুলে নেন। পরে শঙ্কাটাই সত্যি হয়। হ্যামস্ট্রিং চোটে ছিটকে পরে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার।
চ্যাম্পিয়ন্স লিগে ‘বি’ গ্রুপে তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে চার দলের তালিকায় তিনে রয়েছে রিয়াল।
ব্রেকিংনিউজ/এমআর