হারতে হারতেও ম্যাচটা নিজেদের করে নিয়েছে জুভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনালদো ও আলভারো মোরাতার গোলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফেরেন্সভারোসকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলতে পা রেখেছে জুভরা।
মঙ্গলবার রাতে লিগের ‘জি’ গ্রুপে ঘরের মাঠে এ জয় পায় জুভেন্টাস। প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন মির্তো উজিনি।
ম্যাচের ১৯ মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ডান দিক থেকে সতীতের বাড়ানো বল এক ডিফেন্ডারের পা ছুয়ে উজিনি পায়ে এলে দুর্দান্ত এক ভলিতে জাল খুঁজে নেন তিনি।
প্রতিআক্রমণে ম্যাচের ৩৫ মিনিটে জুভদের সমতায় ফেরান রোনালদো। কুয়াদরাদোর বাড়ানো বলে চলতি আসরের প্রথম গোলের দেখান পান সিআরসেভেন।
একটা সময় ড্রয়ের দিকে এগোনে ম্যাচে তুরিনের ত্রাতা হয়ে আসেন মোরাতা। অতিরিক্ত সময়ের তার গোলেই জয় নিশ্চিত হয় জুভেন্টাসের।
আসরে টানা ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীসে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে জুভেন্টাসের সংগ্রহে এখন ৯ পয়েন্ট।
ব্রেকিংনিউজ/এমআর