ফুটবল কিংবদন্তি ডিয়োগা ম্যারাডোনার মৃত্যু কোনাভাবেই মেনে নিতে পারছেন না তার সমর্থকেরা। তারা এতটা বিপর্যস্ত যে, অনেক শোক প্রকাশ করতে গিয়ে বিভ্রাট ঘটিয়ে ফেলেছেন। ম্যারাডোনার বদলে সঙ্গীত তারকা ম্যাডোনার আত্মার শান্তি কামনা করে ফেলেছেন তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ট্রলও।
রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, বুধবার নিজের বাড়িতে হার্ট অ্যাটাকে মারা যান ফুটবল জাদুকর। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মাত্র দুই সপ্তাহ আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।
এতে ছবি ও ভিডিও আপলোড করে অনেকে শোক প্রকাশ করেন। দেখা যায়, কাছাকাছি নাম হওয়ায় ম্যারাডোনার বদলে টুইটারে ট্রেন্ডিং হয়ে যায় ম্যাডোনার নাম। এ নিয়ে দেখা যায় হাস্যরসও।
এর প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ পপ সম্রাজ্ঞীর ভক্তরা। তাদের একজন বলেন, ম্যারাডোনার নামে ম্যাডোনার মৃত্যু নিয়ে তামাশায় আবারও প্রমাল হলো যে ইন্টারনেট একটি শয়তানি জায়গা।
এ দিকে করোনা মহামারির কারণে একাধিক স্টেজ শো বাতিল হলেও ভালো আছেন ৬২ বছরের বয়সী ম্যাডোনা। বাড়িতে নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও আপলোড করেন নিয়মিত। বৃহস্পতিবারও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করেছেন একটি গানের ভিডিও।
ব্রেকিংনিউজ/এমএইচ