এমনই এক তথ্য উঠে এসেছে ইতালিতে করা একটি গবেষণায়। সকলেই বলছেন, একবার করোনা আক্রান্ত হলে শরীরে তৈরি হয় অ্যান্টিবডি। যা দিয়ে সংক্রমণ রোখা সম্ভব।
কিন্তু ইতালির গবেষকরা বলছেন, করোনা রিপোর্ট নেগেটিভ এলেও আক্রান্তের শরীরে আক্রান্ত হওয়ার দু’মাস পরেও দেখা যাচ্ছে নানারকম উপসর্গ। যার ফলে অসুস্থ হয়ে পড়ছেন তিনি।
ইতালির ১৪৩ জন করোনা আক্রান্তের ওপর একটি সমীক্ষা চালিয়েছিলেন গবেষকরা। এই ১৪৩ জন করোনা আক্রান্তের ৯০ শতাংশ আক্রান্ত হওয়ার দু’মাস পরেও শরীরে উপসর্গ নিয়ে ঘুরছেন।
তাদের মধ্যে ক্লান্তি রয়েছে, রয়েছে আরও নানারকম শারীরিক কষ্ট। মাত্র ১২.৬ শতাংশ মানুষ একেবারে করোনা উপসর্গকে ঝেড়ে ফেলতে পেরেছেন শরীর থেকে।
অ্যান্টিবডি তৈরি হলেই একাধিকবার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা চলে যায় কি না বা একজন ব্যক্তি একাধিকবার করোনা আক্রান্ত হতে পারেন কি না, তা নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে চিকিৎসকদের মধ্যে।
ব্রেকিংনিউজ/অমৃ