পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নওয়াজ শরিফ পাকিস্তানে দীর্ঘ সময়কাল প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৭ সালে তৃতীয় দফা ক্ষমতায় থাকাকালীন তিনি দুর্নীতির অভিযোগে পদত্যাগে বাধ্য হন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কারাগারে থাকা অবস্থায় গত ২২ অক্টোবর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় নওয়াজকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’সপ্তাহ চিকিৎসা শেষে গত বুধবার তার বাসভবনে বিশেষ মেডিকেল ব্যবস্থা তৈরি করা হয় এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব এক বিবৃতিতে জানান, সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসার জন্য তার বাসভবনেই আইসিইউ স্থাপন করা হয়েছে।
এর আগে চিকিৎসকরা জানিয়েছেন, নওয়াজের শারীরিক অবস্থা এখনও সঙ্কটাপন্ন। তাকে বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দেয়া হয়।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশী বলেছেন, নওয়াজ শরিফের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। তার জীবন বাঁচাতে বিদেশে চিকিৎসা করানোটা জরুরি।
সরকার চিকিৎসকদের মতামতকে গুরুত্ব দিচ্ছে বলে দাবি করে তিনি বলেন, আমরা তার সুস্থতা কামনা করি। তিনি যেন আবারও সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন এবং রাজনীতিতে অংশ নিতে পারেন।
ব্রেকিংনিউজ/এসএসআর