ভারতে আবারও এক মুসলিমকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গরু নিয়ে পাশের এক রাজ্যে যাওয়ার পথে কাটিহারের লাভা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত মুসলিমের নাম নাম মুহাম্মদ জামাল।
মঙ্গলবার (১২ নভেম্বর) গরু পাচারকারী তকমা দিয়ে টাকা দাবি করে কয়েকজন উগ্র হিন্দু। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে ভারতীয় ওই মুসলিমকে পিটিয়ে হত্যা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, জামাল নামে এক মুসলিম গরু নিয়ে পাশের রাজ্যে যাচ্ছিল। এ সময় কয়েকজন তাকে গরু পাচারকারী অভিযোগ দিয়ে টাকা দাবি করে। জামাল টাকা না দেয়ায় তাকে ঘিরে ধরে মারধর করতে শুরু করে। এতে জামাল মৃত্যুবরণ করে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, দুষ্কৃতিকারীদের মধ্যে একজনের নাম সাগর যাদব। সাগর ও তার দলবল গরু নিয়ে যাওয়া জামাল ও তার ভাইয়ের কাছে মোটা অংকের টাকা দাবি করেন। এ সময় জামালকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় পালিয়ে বাঁচেন জামালের ভাই।
নিহত জামালের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সাগরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
কাটিহার সদরের সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) অনিল কুমার জানান, সাগর যাদব ও তার সঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জামাল পেশায় গরু ব্যবসায়ী। অন্য রাজ্যে গরু পৌঁছে দিতেন তিনি। সেইমতো মঙ্গলবারও তিনি প্রতিবেশী এক রাজ্যে পৌঁছে দেয়ার জন্য গরু নিয়ে যাচ্ছিলেন।
ব্রেকিংনিউজ/এসএসআর