দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নিভার’ মধ্যরাতে ভারতীয় উপকূলে আঘাত হানতে পারে। এখন পর্যন্ত পূর্বাভাস মতে, বুধবার মধ্যরাতে ভারতে তামিলনাড়ুর মামাল্লপুরম এবং পুদুচেরির কারাইকলের মাঝামাঝি আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।
আবহাওয়া অফিসের বরাত দিয়ে এনডিটিভি জানায়, নিভার প্রভাবে অতিভারী বৃষ্টি হতে পারে এবং ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে যা ১৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
আরও পড়ুন: ১২০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিভার’
এ দিকে ইউন্ডি ডটকমের আবহাওয়া চিত্রে দেখা যায়, ঘূর্ণিঝড় নিভার প্রভাব পড়তে শুরু করছে তামিলনাড়ু উপকূলে। সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে। বাতাসের গতিবেগ বাড়ার সঙ্গে সঙ্গে সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে।
আবহাওয়া অফিস জানায়, শক্তি সঞ্চয় করে ‘প্রবল ঘূর্ণিঝড়ের’ রূপ নিয়ে বুধবার মধ্যরাতে মামাল্লাপুরম এবং কারাইকলের মাঝে আছড়ে পড়তে পারে ‘নিভার’।
এদিকে পুদুচেরিতে আগামী তিন দিনের জন্য ১৪৪ ধারা করেছে প্রশাসন। বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে তামিলনাড়ু। সেখানে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির মোকাবিলা এবং উদ্ধারকাজের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৩০টি দলে ১ হাজার ২০০ উদ্ধার কর্মী প্রস্তুত রাখা হয়েছে।
কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তামিলনাড়ুতে আন্তঃজেলা বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাডু উপকূলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া জনসাধারণকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।
ব্রেকিংনিউজ/এমএইচ