বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির অবসান এখনও বহু দূরের পথ বলে জানিয়েছেন। সোমবার (২৯ জুন) এক সংবাদ ব্রিফিংয়ে ঘেব্রেয়েসুস এ কথা বলেন।
ডব্লিউএইচও প্রধান বলেন, “এ মহামারি শেষ হোক, আমরা সবাই চাই। সবাই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চাই। কিন্তু এই মহামারি শেষ হওয়ার ধারেকাছেও নেই। যদিও বিশ্বের অনেক দেশ মহামারি কিছুটা সামলে উঠতে পেরেছে, তবুও এ মহামারি আসলে আরও গতি পাচ্ছে।”
করোনা ভাইরাসের ভয়াবহতা উল্লেখ করে ঘেব্রেয়েসুস বলেন, চীন প্রথম ডব্লিউএইচও কে এ ভাইরাস সম্পর্কে সতর্ক করার পর মাত্র ছয়মাসে বিশ্ব আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়ে গেছে। এছাড়া ৫ লাখের বেশি মানুষের মৃত্যুর মাইলস্টোন পেরিয়েছে।
বিশ্বব্যাপী বেশিরভাগ মানুষ ঝুঁকিতে রয়েছে। তাই ভাইরাস সংক্রমণ এখন আরো বড় পরিসরে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে বলেও জানান ঘেব্রেয়েসুস।
ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে নিরাপদ এবং কার্যকর টিকা পাওয়ার পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে এ প্রচেষ্টা সফল হবে এমন নিশ্চয়তা এখনও নেই জানিয়ে তিনি বলেন, এ পরিস্থিতির মধ্যে বিশ্বের দেশগুলোকে বিভিন্ন পন্থায় ভাইরাস সংক্রমণ রোধে লড়াই করে যেতে হবে।
ব্রেকিংনিউজ/এম