বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ সামগ্রিকভাবে বাড়ছে। এই সংক্রমণ বিগত ছয় সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়েছে। বিভিন্ন দেশ এই অবস্থায় যেমন লকডাউন শিথিল করে অর্থনৈতিক কার্যক্রম শুরু করছে, তেমনি অনেকে নতুন করে আবারও লকডাউন আরোপ করছে। এই পরিস্থিতিতে করোনার সংক্রমণ ঠেকাতে সদস্যদেশগুলোকে আগ্রাসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
গত মার্চে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে লকডাউন করা হয়েছিল। এরপর পরবর্তী দুই মাস তা পর্যায়ক্রমে তুলে নেওয়া হয়। কিন্তু আবারও সংক্রমণ বাড়তে থাকায় গত শুক্রবার দেশটিতে পুনরায় লকডাউন করা হয়েছে। হংকংয়ে এর সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। ফলে সেখানকার স্কুলগুলো আবারও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৪ জুলাই) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
ডব্লিউএইচও’র মহাপরিচালক ড. টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস এই পরিস্থিতিতে ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া এবং ভারতের বৃহৎ বস্তি ধারাবির কথা বিশেষভাবে উল্লেখ করে আগ্রাসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, কঠোর পদক্ষেপ নিলে এখনো সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। যুক্তরাষ্ট্রেও সংক্রমণ বাড়ছে। বিগত কয়েক দিনে সংক্রমণের রেকর্ড হয়েছে।
ব্রেকিংনিউজ/এম