যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক বহুল আলোচিত শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার চার্জশিট অভিযোগপত্র দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
সোমবার (২৯ জুন) মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান ঢাকার চিফ মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্যও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে পুলিশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলা বলছেন, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে পাপিয়াকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। সে কারণে মামলাগুলোর তদন্তকাজও এগোচ্ছে না এবং মামলাগুলো আটকে আছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলছেন, তাদেরও অনেক কর্মকর্তা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। ফলে তারা তদন্ত কাজ চালিয়ে যেতে পারছেন না।
তবে করোনা পরিস্থিতির কারণে মামলার পরবর্তী কার্যক্রম কখন হবে, তা নিশ্চিত নয়। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং তাদের বিচারের আওতায় আনা উচিত।
গত ২২ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান র্যাব গ্রেফতার করার পর বিশেষ ক্ষমতা আইনে দুটি, অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অবৈধ ৫ কোটি টাকার খোঁজ পেয়ে পাপিয়া ও তার সহযোগীদের মানি লন্ডারিং আইনে আরেকটি মামলা করে। একইসময়ে দুদকও তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে। গ্রেফতারের পরপরই পাপিয়াকে নরসিংদী যুব মহিলা লীগ থেকে বহিষ্কার করা হয়। গ্রেফতার পাপিয়া ও তার সহযোগীরা এখন কারাগারে আছেন।
ব্রেকিংনিউজ/এমএইচ