ক্যাসিনোকাণ্ডে আলোচিত ও বহিস্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অর্থপাচার আইনে করা মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ২১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
রবিবার (১৭ জানুয়ারি) মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু অভিযোগ গঠন শুনানির জন্য আসামি পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। এ আবেদন মঞ্জুর করে ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলম এ দিন ধার্য করেন।
গত বছরের ১৮ ফেব্রুয়ারি সিআইডি খালেদের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে এ মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর খালেদ মাহমুদ ভূঁইয়ার গুলশানের বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানে ওই বাসা থেকে ৬টি দেশের মুদ্রা জব্দ করা হয়। এর মধ্যে সিঙ্গাপুরের ১০ হাজার ৫০ ডলার, থাইল্যান্ডের ১০ হাজার ৪৯০ বাথ, ভারতীয় সাড়ে তিন হাজার রুপি, সৌদি আরবের দুই হাজার ৩২১ রিয়াল, মালয়েশিয়ান ৬৫৬ রিঙ্গিত ও সংযুক্ত আরব আমিরাতের ৭৫ দিরহাম ছিল।
ব্রেকিংনিউজ/এসআই