ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি কাদের গনি চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালী শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে চিকিৎসাধীন।
তার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বাদ আসর জাতীয় প্রেস ক্লাবের নামাজের স্থানে ডিইউজের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন, সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সহ-সভাপতি শাহীন হাসনাত ও বাছির জামাল, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন।
এছাড়া ডিইউজের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন, সাবেক সহ-সভাপতি খুরশীদ আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি একেএম মহসিন ও সাবেক সাধারণ সম্পাদক নরুদ্দিন আহমেদ প্রমুখ।
ব্রেকিংনিউজ/এএইচএস/এসআই