বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) ২০২০-২০২২ নির্বাচনে সভাপতি পদে গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক পদে কাজল হাজরা নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন ২০২১-২০২২ সালের কমিটির নতুন নেতৃত্ব নিবার্চনের জন্য ভোট প্রদান করেন সংগঠনের সাধারণ সদস্যরা।
সকাল নয়টায় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক স্বপন দাসগুপ্ত সহ নির্বাচন কমিশনার কাজী হান্নান ও নির্বাচন কমিশনার হাসান হাফিজ। মোট ১৮১ জন ভোটারের মধ্যে ১৭৪ জন ভোটার ভোট প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে নব নির্বাচিত বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি গোলাম মোস্তফা প্রাপ্ত ভোট ১২০ টি। নিকটতম প্রতিদ্বন্দী শফিউদ্দিন আহমেদ বিটু প্রাপ্ত ভোট ৫২ টি। এবং সাধারণ সম্পাদক কাজল হাজরা পেয়েছেন ১৩৩ টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী বোরহান উদ্দিন পেয়েছেন ৩৮ টি ভোট।
আরো যারা বিজয়ী হয়েছেন-
সহ-সভাপতি :
০১. নাসিম সিকদার, প্রাপ্ত ভোট ১০১ টি।
০২. আরেকটি সহ-সভাপতি পদে দুই প্রার্থীর ভোট সমান ৫৯ টি, ৫৯ টি।
যুগ্ন-সম্পাদক:
০১. জীবন আমীর, প্রাপ্ত ভোট ১২৯ টি।
০২. শেখ হাসান, প্রাপ্ত ভোট ৭৫ টি।
সাংগঠনিক সম্পাদক:
ইন্দ্রজিৎ কুমার ঘোষ, প্রাপ্ত ভোট ১১২ টি।
নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিউর সেন্টু,প্রাপ্ত ভোট ৫৬ টি।
অর্থ সম্পাদক:
মঈন উদ্দিন আহমেদ, প্রাপ্ত ভোট ১১৪ টি।
নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সোহেল রেজা, প্রাপ্ত ভোট ৫১ টি।
দপ্তর সম্পাদক:
আব্দুল আজিজ ফারুকী, প্রাপ্ত ভোট ১০৫ টি।
নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এ মাসুম, প্রাপ্ত ভোট ৬১ টি।
প্রচার ও প্রকাশনা সম্পাদক:
মোবারক হোসেন, প্রাপ্ত ভোট ১১১ টি।
নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুদ পারভেজ মিলন, প্রাপ্ত ভোট ৫৫ টি।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক:
রফিক উদ্দিন এনায়েত, প্রাপ্ত ভোট ৬৭ টি।
নিকটতম প্রতিদ্বন্দ্বী খোকন সিকদার, প্রাপ্ত ভোট ৫৭ টি।
নির্বাহী সদস্য:
১। জাহিদুল ইসলাম, প্রাপ্ত ভোট ৭৯ টি।
২। মোঃ হারুন-অর-রশিদ, প্রাপ্ত ভোট ৭৫ টি।
৩। জাহিদুল ইসলাম সজল, প্রাপ্ত ভোট ৭৩ টি।
৪। আবদুল্লাহ আল মমীন, প্রাপ্ত ভোট ৬৪ টি।
ব্রেকিংনিউজ/নিহে