দেশে নভেল করোনা ভাইরাসে শেষ ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৭২ জনে।
এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২৮ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জনে দাঁড়িয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।
ব্রেকিংনিউজ/এমআর