দোকানের সেলফে রাখা সারি সারি দামি মদের বোতল। আর এক তরুণী মনের সুখে একের পর এক সেই মদের বোতল ভেঙেই চলেছেন বিনা বাধায়। নষ্ট করা মদের বোতলগুলোর মূল্য কয়েক হাজার পাউন্ড।
হঠাৎ দেখলে মনে হবে তিনি বুঝি বোতল ভাঙার কাজ করেছেন। প্রায় আধাঘণ্টা ওই নারী এই তাণ্ডব চালালো। আর দোকানের কর্মচারীর সবাই নির্বাক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন পুরো ঘটনা। অজানা আতঙ্কে কেউ এগিয়ে এলো না। কিছুক্ষণ পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই তরুণীকে নিয়ে যায়।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের একটি দোকানে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা গেছে, ওই দোকানে খুব সাধারণ পোশাক এবং গায়ে হুডি গায়ে জড়িয়ে দোকানে ঢুকেই মদের বোতল ভাঙতে থাকেন। তিনি মনের আনন্দে বোতল ভাঙছেন আর বাকিরা চেয়ে চেয়ে দেখছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই, তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। রীতিমতো শোরগোল পড়ে গেছে। সেখান থেকে প্রথমে চিকিৎসকের কাছে নিয়ে যায়, কারণ ওই তরুণীর এক হাতে আঘাত পেয়েছিলেন। তারপর তাকে গ্রেফতার করা হয়।
<<<ভিডিও দেখুন>>>
ব্রেকিংনিউজ/এমএইচ