গত এক বছর ধরে চলছিলো অষ্টম শ্রেণির ছাত্র এবং স্কুলশিক্ষিকার প্রেম। এমনকি লুকনো ছিলো না তাদের সম্পর্কের কথা। যে কারণে শিক্ষাঙ্গনে অসম বয়সী এই প্রেমে অস্বস্তিতে পড়েছিলো স্কুল কর্তৃপক্ষ।
২৬ বছর বয়েসী অনীতা নামের ওই শিক্ষিকাকে ডেকে হুঁশিয়ারিও দিয়েছিল স্কুলের কমিটির লোজজন। কিন্তু কোনো নিষেধাজ্ঞাই থামাতে পারেনি সেই প্রেমকে। পরিবার এবং স্কুল কর্তৃপক্ষের বাধা পেয়ে তাই ১৪ বছরের অষ্টম শ্রেণি পড়ুয়া প্রেমিককে নিয়ে পালিয়েছেন শিক্ষিকা।
শুক্রবার (৮ জানুয়ারি) ভারতের গুজরাটের গান্ধীনগরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই স্কুলশিক্ষিকার বিরুদ্ধে গান্ধীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ ছাত্রের বাবা।
তিনি অভিযোগ করেন, তার ১৪ বছরের ছেলেকে ফুঁসলিয়ে নিয়ে গেছেন ওই শিক্ষিকা। গত শুক্রবার বিকেল ৪টা থেকে খোঁজ মিলছে না তার ছেলের।
এ বিষয়ে গুজরাট পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বছর খানেক ধরেই নিখোঁজ ওই ছাত্রের সঙ্গে একটু বেশিই ঘনিষ্ঠ ছিলেন অভিযুক্ত শিক্ষিকা।
ব্রেকিংনিউজ/এমএইচ