স্ত্রীর শত গুণ থাকতেও বিয়ে বিচ্ছেদ চাইতে বাধ্য হয়েছেন তাইওয়ানের এক যুবক। তাও কেবলমাত্র একটি বদ অভ্যাসের জন্য। কিছুতেই গেসল করতে চান না স্ত্রী। আর এ কারণেই স্ত্রীর সঙ্গে এক ছাদের তলায় থাকতে চান না ওই যুবক। প্রেম আর বিয়ে যে এক জিনিস নয়। এ কথা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তাইওয়ানের যুবকটি।
অদ্ভুত এই ঘটনা উঠে এসেছে তাইপেই টাইমস নামে এক সংবাদ মাধ্যমে। যেখানে যুবক জানিয়েছেন, প্রেম করেই বিয়ে করেছিলেন তিনি। তখন প্রেমিকার স্বভাব এতটা খারাপ ছিল না সপ্তাহে একবার গোসল তিনি করেই নিতেন।
বিয়ের প্রথম প্রথম ও সব ঠিক ছিল। কিন্তু সময় গড়াতেই বিষয়টি খুবই অস্বস্তিকর পর্যায়ে যেতে থাকে। স্ত্রী নাকি এখন বছরে একবার গোসল করেন। মাথায় পানি পর্যন্ত দেন না। আর প্রতিদিন দাঁতও পর্যন্ত মাজেন না। এমন স্ত্রীর কাছে যেতেই গা ঘৃণা হয় ওই যুবকের।
ব্রেকিংনিউজ/এমএইচ