চট্টগ্রামের সীতাকুণ্ডে একই দিনে বিয়ে করলেন পাঁচ ভাই-বোন। গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের রহমত আলী পন্ডিতের বাড়িতে ব্যতিক্রম এ বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে এলাকার লোকজন ওই বাড়িতে ভিড় জমায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লালনগর গ্রামের গনি আহম্মেদের দুই ছেলে ও এক মেয়ে রফিক মিয়া (২৮) ও সোহেল (২৬) ও সাথী (২৫)। শুক্রবার একই দিনে তিন জনেরই বিয়ের দিন ঠিক হয়। রফিকের বিয়ে ঠিক হয় তারই চাচা আমীর বক্সের মেয়ে মিনা (২৩) ও সোহেলের বিয়ে অপর চাচা নূর বক্সের মেয়ে সীমার (২৩) সঙ্গে। এ ছাড়া তাদের বোন সাথীর বিয়ে হয় মীর সরাই উপজেলার এক যুবকের সঙ্গে। সবমিলে ওই বাড়িতে বিয়ে হয় পাঁচজনের।
এদিকে একই বাড়িতে এক দিনে এতজনের বিয়ের খবর শুনে এদিন বিভিন্ন এলাকার মানুষ সেখানে এ বিয়ে দেখতে যায়। পৃথক মঞ্চে অনুষ্ঠিত হয় বিয়েগুলো।
এ বিয়ের প্রত্যক্ষদর্শী জব্বার মিয়া বলেন, এক কথায় গনি আহম্মদের দুই ছেলে একদিকে বোনকে বিয়ে দিয়ে পাত্রের হাতে তুলে দেয়। অন্যদিকে দুই চাচাত বোনকে বিয়ে করে ঘরে তুলেছেন। একই সঙ্গে এতজনের বিয়ের এমন ঘটনা বিরল।
ব্রেকিংনিউজ/এমএইচ