আমেরিকা, রাশিয়ার পর চীনই হবে বিশ্বের তৃতীয় দেশ, যারা চাঁদ থেকে পাথর আনবে।
এর আগে চীন চাঁদে মহাকাশযান পাঠিয়েছে। গত বছর তা চাঁদে নেমেছে। গত জুলাইয়ে তারা মঙ্গলে মহাকাশযান পাঠিয়েছে। ২০২২ সালে চীন মহাকাশ গবেষণাকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। ২০২৯ সালে হবে তাদের বৃহস্পতি অভিযান। কিন্তু তার আগেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছে চীন। চীনের মহাকাশযান আটদিন পরে চাঁদের কক্ষপথে পৌছাবে। তারপর শুরু হবে চাঁদ থেকে মাটি আর পাথর সংগ্রহের কাজ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় চীনের হাইনান প্রদেশের ওয়েনচ্যাং স্পেসক্রাফ্ট লঞ্চ কেন্দ্র ধেতে চাঙ্গে-৫ চাঁদের উদ্দেশে রওনা দেয়।
জানা গেছে, চীনের সবচেয়ে বড় রকেট লং মার্চ ৫ থেকে পাঠানো হয়েছে মহাকাশযানটি। আট হাজার ২০০ কেজি ওজনের মহাকাশযানটি চাঁদের কক্ষপথে পৌঁছবার পর শুরু হবে চন্দ্রপৃষ্ঠে অবতরণের কাজ। সব কিছু ঠিক থাকলে ২৩ দিন পরে তা আবার ফিরে আসবে পৃথিবীতে।
ব্রেকিংনিউজ/এমএইচ