বাংলাদেশে গত দুদিন ধরে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে বেশ ঝামেলা হচ্ছে। দুদিনের প্রায় সময়ই ফেসবুক ব্যবহারে নানা ঝক্কি পোহাতে হচ্ছে। কিছু সময়ের জন্য ফেসবুকে ঢোকা গেলেও কাজ করছে খুব ধীর গতিতে। তবে এই সমস্যা কাটিয়ে ফেসবুক দ্রুতই আগের অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ।
শনিবার (২৭ মার্চ) প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বাংলাদেশে তাদের জনসংযোগ পার্টনার বেঞ্চমার্ক পিআর-এর মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানিয়েছেন, আমরা জানি, বাংলাদেশে আমাদের সেবা সীমিত করে দেওয়া হয়েছে। আমরা বিষয়টি সম্পর্কে আরও জানতে কাজ করে যাচ্ছি এবং আশা করছি, যত দ্রুত সম্ভব ফেসবুক আগের অবস্থায় ফিরে আসবে।
ব্রেকিংনিউজ/নিহে