“জনগণ এর কাছে মাফ চাই, ক্ষমা চাই- কেন্দ্র রক্ষা করতে পারি নাই”- এরকমই অভিনব একই স্লোগানে নির্বাচনে ব্যাপক কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলেছে সদ্য অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভার নির্বাচনী এলাকার সাধারণ জনগণ।
বুকে এ ধরনের স্লোগান সম্বলিত প্লেকার্ড ঝুলিয়ে কারচুপির নির্বাচন বাতিল করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন তারা।
বাংলাদেশ হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলার সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান খান রুবেলের ফেসবুক পেজে এমনই একটি ছবি পোস্ট করা হয়েছে। বুধবার বিকেলে এই পোস্টটি দেয়া হয়েছে।
পোস্টটির উপরে ক্যাপশনে আরও লিখা হয়েছে- “সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ।”
৩০ জানুয়ারি অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র পদপ্রার্থী মাহমুদুল হক সানুকেও ছবিতে দেখা যায়।
এদিকে টাঙ্গাইলে পৌরসভা নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি, কারচুপি এবং নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী গত রবিবার (৩১ জানুয়ারি) রাতে টাঙ্গাইল স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে ২ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।
সেই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির মেয়র প্রার্থী সানু বলেন, ‘টাঙ্গাইল পৌরসভা নির্বাচন ছিল একটি স্থানীয় নির্বাচন। এ নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। কিন্তু আওয়ামী লীগ প্রতিটি কেন্দ্রে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রতিটি কেন্দ্রে আমার এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে। শুরু থেকেই আওয়ামী লীগের ভয়ভীতি ও হয়রানির কারণে বিএনপির প্রচারণা বাধাগ্রস্ত হয়। ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি থাকলেও তাদের ইচ্ছেমতো ভোটগ্রহণ দেখাচ্ছে।’
এদিকে ফেসবুকে পোস্ট করা ছবির নিচে মন্তব্যের ঘরে এবি আশরাফুল ইসলাম (AB Ashraful Islam) নামে একজন লিখেছেন- ‘বেহায়া নির্বাচন কমিশনার কে ধিক্কার জানাই।’
ব্রেকিংনিউজ/এমআর