বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। তার ব্যাটে সব সময়ই চলে রানের ফোয়ারা। ব্যাট হাতে ক্রিজে নামলেই রানের বন্যা বয়ে যায়। অথচ তিনি কিভাবে রান পান- তা বুঝে উঠতে পারছেন না পাকিস্তানের গতি তারকা শোয়েব আখতার।
তার মতে, স্মিথের ব্যাটিংয়ে টেকনিকের অভাব, এমনকি স্টাইলও নেই। কি করে অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান রান পাচ্ছেন, সেটাই বুঝে ওঠতে পারছেন না শোয়েব।
মঙ্গলবার (৫ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে স্মিথের ব্যাটে সহজ জয় পায় স্বাগতিক অস্ট্রেলিয়া। ক্যানবেরায় ম্যাচটিতে ৫১ বলে হার না মানা ৮০ রানের এক ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। পাকিস্তান ম্যাচটি হারে ৭ উইকেটের বড় ব্যবধানে।
এক ভিডিওতে স্মিথকে নিয়ে শোয়েব আখতার বলেন, ‘আমার অবাক লাগে, কি করে সে এটা করে। আপনারা দেখবেন, স্টিভেন স্মিথের কোনো টেকনিক কিংবা স্টাইল নেই। কিন্তু সে খুবই কার্যকর।’
ওই ভিডিওতে তিনি আরও বলেন, ‘আমি জানি না কিভাবে সে এটা করে। তবে যদি আমার সময়ে খেলতো, তবে আমি অবশ্যই তাকে আঘাত করতাম। আমি তাকে ব্যথা দেয়ার চেষ্টা করতাম।’
ব্রেকিংনিউজ/এএফকে