লক্ষ্য তাড়া করার চেয়ে টসে জিতে আগে ব্যাট করাই বাংলাদেশের জন্য ভালো- ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টে মাঠে নামার আগে এমন একটা বিশ্লেষণ ছিল মুমিনুলদের নিয়ে। ইন্দোরের উইকেটও এরইমধ্যে রহস্য ছড়াতে শুরু করলো। নিয়ে
কিন্তু বৃহস্পতিবার সকালে টসে হেরে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ফিল্ডিং পেয়ে যে ভবিষ্যদ্বাণীটা করেছিলেন দিনের শুরুতেই সেটা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণ হলো।
ইন্দোরে টসে জিতে বিরাট কোহলিকে ফিল্ডিং করার আমন্ত্রণ জানান প্রথমবার বাংলাদেশকে নেতৃত্ব দেয়া মুমিনুল হক।
টসে হারলেও ফিল্ডিং পেয়ে যে কোহলি খুশি সেটা তার কথাতেই স্পষ্ট হলো। কোহলি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘এই উইকেটে সকালে পেসাররা ভয়ঙ্কর মূর্তি ধারণ করবে। যে কোনও ব্যাটসম্যানের পক্ষেই সেই চ্যালেঞ্জ নেয়াটা সহজ হবে না।’
দলীয় মাত্র ১২ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস (৬) ও সাদমান ইসলাম (৬) যথাক্রমে উমেশ যাদব ও ইশান্ত শর্মার শিকার হয়ে কোহলির ভবিষ্যদ্বাণীই সত্যি প্রমাণ করলেন।
এরপর দলীয় ৩১ রানে ১২ রান করা মোহাম্মদ মিঠুনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ শামি। ৩১ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়া বাংলাদেশকে আরও চেপে ধরে ভারতীয় তিন পেসার।
তবে চাপ কাটিয়ে দলকে খাদের কিনার থেকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অধিনায়ক মুমিনুল ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
ব্রেকিংনিউজ/এমআর