এখন আর অ্যাথলেটিকো মাদ্রিদের তারকা নন আঁতোয়া গ্রিজম্যান। বার্সার জার্সি গায়ে চাপিয়ে অ্যাথলেটিকোর মাঠে ফেরাটা মোটেও সুখকর হতো না। দুয়ো শুনতে হলো ফরাসি এই স্টাইকারকে। পুরো ম্যাচে বার্সেলোনা ফরোয়ার্ডকে সইতে হয়েছে সাবেক ক্লাব সমর্থকদের দুয়ো।
জায়ান্ট স্ক্রিনে যখন লিওনেল মেসি, লুইস সুয়ারেজের পর যখন গ্রিজম্যানের নাম বলা হলো তখন অ্যাথলেটিকো সমর্থকদের রাগমিশ্রিত অভিব্যক্তি প্রকাশ করে দুয়ো দেয়।
এছাড়া গ্রিজম্যান ম্যাচে যখন প্রথম পা ছোঁয়ালেন তখনই তার নাম ধরে ব্যঙ্গ করেছে মেত্রোপোলিতানোর দর্শক। ‘মরে যাও গ্রিজম্যান’, এমন ধ্বনিতে মুখর ছিল স্ট্যান্ড। দ্বিতীয়ার্ধে দর্শকদের একাংশ উত্তোলন করে আরেকটি ব্যানার। যেখানে লেখা, ‘তুমি একটি নাম হতে চেয়েছিলে এবং তুমি মানুষ হতে ভুলে গেলে।’
অবশ্য ম্যাচটিতে গ্রিজম্যানের দল বার্সেলোনা শেষ মুহুর্তে মেসির গোলে অ্যাথলিটেকোকে ১-০ ব্যবধানে হারিয়েছে। চলতি মৌসুমে অ্যাথলেটিকোর সঙ্গে ৫ বছরের সম্পর্ক ছিন্ন করে ক্যাম্প ন্যুয়ে যোগ দেন গ্রিজম্যান।
ব্রেকিংনিউজ/এএফকে